• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
নাঙ্গলকোটে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

সংগৃহীত ছবি

সারা দেশ

নাঙ্গলকোটে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ছালেহ আহাম্মদ, ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম, ছেলে মাঈন উদ্দিন, মেয়ে এসএসসি ফলপ্রার্থী শাহীনুর আক্তার, ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত আব্দুস সোবহানের ছেলে জসীম উদ্দিন, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে কাউসার আক্তার, ছেলে মোজাম্মেল হোসেন, ফয়সাল হোসেন।

এদের মধ্যে রাহেলা বেগম ও মাঈন উদ্দিনের অবস্থা আশংকাজনক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সালেহ আহাম্মদ ও জসীম উদ্দিন তারা আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম পুকুর পাড়ে পাতা কুড়াতে গেলে জসীমের স্ত্রী বাধা দেয়। পরে এ নিয়ে দুজনে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে জসীম উদ্দিন তার ছেলে মেয়েসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে দু'পক্ষের ১০ জন আহত হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads