• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
ফুলপুরে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের বিশেষ মহড়া

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলপুরে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের বিশেষ মহড়া

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফুলপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, ফুলপুর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বালিয়া, বওলা, রূপসী, ভাইটকান্দি, পয়ারী ও পৌরসভাসহ বিভিন্ন বাজারে বাজারে আজ শনিবার দিনব্যাপী ওই মহড়া অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক মাইকিং করে ঘোষণা দেওয়া হয় যে, বিনা প্রয়োজনে কেহ বাড়ির বাইরে বের হবেন না। বিশেষ প্রয়োজনে বের হলেও একজন আরেকজন থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলবেন।

এ সময় বিভিন্ন দোকান ও ফার্মেসীর সামনে মালামাল ক্রয় করার জন্য বৃত্ত এঁকে দেওয়া হয়। বৃত্তের মধ্যে দাঁড়িয়ে মালামাল ক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়। এ আদেশ অমান্য করলে শাস্তিমূূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি ইমারত হোসেন গাজী, সেনাসদস্য সুব্রত, ফায়ার সার্ভিসের ফুলপুর স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম, বালিয়ার ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, হেলডস’র মহাসচিব তাসফিক হক নাফিও প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads