• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
তাড়াশে ৬ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাড়াশে ৬ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা 

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

সিরাজগঞ্জ তাড়াশে  ঔষুধের মেয়াদ উত্তীর্ণ এবং মূল্য বেশি নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হসপিটাল গেট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ।

এসময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৩৮ ও ৪০ ধারায় ৬ জন ব্যবসায়ীকে ২৩ হাজার  টাকা জরিমানা করা হয় এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন, বেশি দামে পণ্য বিক্রি  না করার জন‍্য ব্যবসায়িদের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লা  বলেন, করোনা ভাইরাসের অজুহাতে যে সব অসাধু ব্যবসায়ী বেশি দামে জিনিসপত্র বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads