• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে কিশোরীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে কিশোরীর মৃত্যু

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২০

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ জন।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে এবং সদগরকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সোনিয়া আক্তার (১৩) নামে ওই কিশোরী টেঁটাবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। কিশোরীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।

স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার রাত থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার রাতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবার সকালে হঠাৎ নাসিরের সমর্থকরা বাবুলের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। জবাবে পাল্টা হামলা চালায় বাবুলের লোকেরাও। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে স্কুলছাত্রী সোনিয়াসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। পরে টেঁটাবিদ্ধ সোনিয়াকে আশঙ্কাজনক অবস্থায় তার স্বজনরা নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে ৮টায় সোনিয়া মারা যায়। এই ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।

এই ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads