• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
হোমনায় সেলিমা আহমাদ মেরী সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হোমনায় সেলিমা আহমাদ মেরী সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

  • হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো কুমিল্লার হোমনা উপজেলাও প্রায় লকডাউন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাহির হচ্ছেন না। ফলে দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই খাদ্য সঙ্কটে পড়তে পারেন। তাই তাদের সাহায্যার্থে ব্যক্তি পর্যায়ে এগিয়ে এসেছেন কেউ কেই। এমনই একজন কানাডা প্রবাসী শাহ আজম বিটু। তিনি কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দুর্যোগকালিন মুহূর্তে শ্রমজীবী মানুষেরা কাজে যেতে না পারায় যাতে খাদ্য সঙ্কটে না পড়েন সে লক্ষ্যে তিনি সুদুর কানাডা থেকেই হোমনা পৌরসভার তিনটি ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল তেল, সাবান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

স্থানীয় সংসদ সদস্যের নামে তিনি গড়ে তুলেছেন শ্রীমদ্দি সেলিমা আহমাদ মেরী সমর্থক গোষ্ঠী। এরই মাধ্যমে সোমবার পৌরসভার তিনটি ওয়ার্ডের সাধারণ দরিদ্র জনগোষ্টীর তিন শ’ পঞ্চাশটি পরিবারের মাঝে শাহ আজম বিটুর অর্থায়নে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান ও নিজেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে দুটি করে মাস্ক বিতরণ করা হয়েছে।

শ্রীমদ্দি সেলিমা আহমদা মেরী সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক মো. গাজী ইলিয়াস, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শুভ ও সেক্রেটারি কামরুল ইসলাম, ৬নং ওয়ার্ড কমিশনার মো. কামাল, ৮ নং ওয়ার্ড কমিশনার আব্দুল কাদিও, আওয়ামী লীগ সদস্য কাশেম সরকার, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হুসেন সরকার, যুবলীগ নেতা আরাফাত হোসেন সরকার, মো. সামছু, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. মোস্তফা, যুবলীগ নেতা মাহফুজ, দুলাল, তাজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads