• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেত্রকোণার কলমাকান্দায় সদর ও খারনৈ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কার্যক্রমে কলমাকান্দা বনিক সমিতি ও খারনৈ ইউপির চেয়ারম্যানের সহযোগিতায় কলমাকান্দায় বাজারসহ আশপাশ এলাকায় ও খারনৈ ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে শুরু করা হয়েছে।

কলমাকান্দা বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজল দে সরকার জানান, একদিন পর পর সপ্তাহব্যাপী জীবাণুনাশক স্প্রের এ কার্যক্রম চালু করেছি। পরিবেশ পরিস্থিতি বুঝে সময় আরও বাড়াতে পারি আমরা।

খারনৈ ইউপির চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, ইউনিয়নের বাউসাম বাজারে জন গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক মিশ্রিত পানি দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোয় প্রতিদিন স্প্রে করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে অন্যরাও উৎসাহিত হবেন। আমরাও উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads