• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
বরমীতে অসহায়দের মাঝে যুবলীগ নেতার চাল বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বরমীতে অসহায়দের মাঝে যুবলীগ নেতার চাল বিতরণ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

বিশ্বব্যাপী করোনা আতঙ্কে কাটছে মানুষের কর্মহীন সময়। সবাই নিরাপদে থাকতে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে সকলকে সরকারের পক্ষ থেকে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে চরম কর্ম সংকটে। তাতে কর্মহীন হয়ে পড়ে খাদ্যাভাবে দিন কাটছে অসহায় প্রতিবন্ধী দুস্থ মানুষদের। অনেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। সাহায্য করছে চাল ডালসহ নিত্য পণ্য সামগ্রী দিয়ে। গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা অর্ধশত পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে আপদকালীন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের অসহায় গরীবদের জন্য।

সাহায্য পাওয়া কয়েকজন দুস্থ বলেন,  এ সময় আমাদের পাশে দাঁড়িয়েছে নুরুল আমীন। তার সহায়তায় বেশ কয়েকদিন দুমুঠো খাবার খেতে পারব। বাড়িতে এসে নিজ হাতে খাদ্য সামগ্রী দিয়ে গেছেন তিনি। আল্লাহ এ মহাবিপদ থেকে সবাইকে হেফাজত করুন। আবার যেন সবাই নিজ নিজ কাজে যোগদান করতে পারে ভয়হীন ভাবে। বিত্তবানদের সবাইকে অসহায়দের পাশে দাঁড়াতে  এগিয়ে আসতে আহবান করেন তারা। 

বরমী ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আমীন নিজস্ব অর্থায়নে অর্ধশত পরিবারে খাদ্য হিসাবে চাল বিতরণ করেন। তার নিজ গ্রাম ভিটি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে এ চাল বিতরণ করেন তিনি। 

তিনি বলেন এখন খেটে খাওয়া দুস্থ অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই কর্ম না থাকায় খাদ্য সংকটে কাটছে তাদের দিন। জননেত্রী মানবতার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীরা যেন দুস্থ অসহায়দের পাশে এসে দাঁড়ায়। যার যা আছে তা থেকে গরীবদের সহায়তা করতে বলা হয়েছে। তিনি বলেন চেষ্টা করছি সামর্থ্যানুযায়ী  সাহায্য করতে। সামনের দিনগুলোতে আরো সহায়তা চালিয়ে যাব। অসহায়দের  পাশে থাকতে চাই। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads