• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এলো অনির্বাণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এলো অনির্বাণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ওগো বন্ধু? "। একটু ভাবনা, একটু পরিকল্পনা, একটু প্রচেষ্টা, একটু বাস্তবসম্মত পদক্ষেপ এসব কিছুকে লালন করেই অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,কলমাকান্দা কর্তৃক করোনা মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে  সীমাবদ্ধতার মাঝেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহন করে।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় নেত্রকোণার কলমাকান্দায় ১০০টি পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় নেত্রকোণার কলমাকান্দায় ১০০টি পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করে অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলায় অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. সোহেল রানা এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কলমাকান্দার সদর ইউনিয়নের অসহায় পরিবারের ১০০ জনের মধ্যে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ লিটার তেল,১ কেজি লবন, ১টি সাবান ও  মাস্কসহ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ও অর্নিবাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান কেশব কুমার বনিকসহ সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads