• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সখীপুরে অসহায়দের পাশে কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার ট্রাস্ট

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে অসহায়দের পাশে কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার ট্রাস্ট

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

বিপন্ন মানবতার সেবায় এগিয়ে এসেছে সখীপুর উপজেলার কালিদাস গ্রামের মরহুম কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার ট্রাস্ট। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর আবু রায়হানের পিতার নামে গঠিত এ সংগঠনটি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত, মাদক ও বাল্যবিবাহ নিরোধ, মেধাবীদের বৃত্তি প্রদান, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাসহ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

সংগঠনটি এবার করোনা ভাইরাস মোকাবিলায় লাখ টাকার বাজেট নিয়ে গ্রামের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ বুধবার প্রথম ধাপে উপজেলার কালিদাস গ্রামের ঘরবন্দী হতদরিদ্র ১১৪টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। ধাপে ধাপে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম বুলবুলের সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী বিএসসি, আবদুল কাদের, জাকারিয়া লাভলু, আবুল হাশেম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম বুলবুল বলেন, ট্রাস্টের তহবিল সংগ্রহের কাজ চলছে। ইতোমধ্যেই স্থানীয় সংদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সরকার ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী আবদুল বারী, সানজিদা আলমসহ বিত্তবানরা তহবিলে আর্থিক সহযোগিতা করেছেন।

এর সদস্যরাও সাধ্যমত সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসছেন।

ট্রাস্টের সদস্য সচিব সামসী সুমী জানান, মানব ইতিহাসের অন্যতম বিপর্যয়ের মুখে মরহুম কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার ট্রাস্টসহ সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা দরিদ্র গ্রামবাসীর পাশে দাঁড়ানোর ঔদার্য দেখাচ্ছে। এমন উদ্যোগ অবশ্যই সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বালবে।

স্থানীয়রা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গরিব মানুষ এ মুহূর্তে খাদ্যাভাবের শিকার। শুধু সরকারের একার পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা করা যে সম্ভব নয় তা এক বাস্তবতা। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন জনগণের পাশে দাঁড়ানোর যে নজির রাখছে তা অন্য সবার জন্য অনুসরণীয় হওয়া উচিত।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads