• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
হালুয়াঘাটে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হালুয়াঘাটে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

সমগ্র বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারা দেশের মানুষ যখন লকডাউনে ঘরে আছেন বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষদের কাজকর্ম। সেই মুহূর্তে করোনার কারণে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন মসজিদুল হাকিম এর সভাপতি ও সমাজসেবী তানভির আহমদ বুলবুল।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামে আজ বুধবার বিকেলে তিনি ব্যক্তি উদ্যোগে ১০০ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করেছেন।

এ সময় তা পরিদর্শনে আসেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি তানভির আহমদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব প্রমূখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক এ সময় বলেন, এই কাজটি হালুয়াঘাটের জন্য মডেল হিসেবে কাজ করবে। সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তারা এই সময়ে গরীব অসহায়দের পাশে দাঁড়াবেন আমি সেই প্রত্যাশা করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads