• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

সারা দেশ

বাড়িতে বাড়িতে সাধারণ রোগের ওষুধসহ সেবা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণ ঝুঁকির কারণে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার সমস্যায় পড়ছে রোগীরা। সাধারণ চিকিৎসা সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগে আক্রান্তরাও। এ সমস্যা সমাধানে এক ব্যতিক্রমী সেবা কার্যক্রম চালু করেছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়া, ব্যবস্থা পত্র গ্রহণ, অসুস্থ রোগী পরিবহন করে হাসপাতালে পৌঁছে দেওয়াসহ নানা রকম চিকিৎসা সুবিধার ব্যবস্থা করছে তারা। স্বেচ্ছাসেবী কর্মী দিয়ে বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা জাহিদুল আলম রবিন একদল তরুণের মাধ্যমে স্বেচ্ছাসেবক একটি টিম তৈরি করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে পৌর এলাকায় বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছেন। এ ক্ষেত্রে কেবল ওষুধের মূল্য পরিশোধ করতে হচ্ছে সেবা গ্রহীতাদের।

এই উদ্যোগের অংশ হিসেবে লিফলেট তৈরি করে সেখানে আটজন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও মোবাইল নাম্বার দেয়া হয়েছে। প্রয়োজনে যে কেউ স্বাস্থ্য সেবা পেতে হট লাইন নাম্বার গুলোয় ফোন করে সেবা নিতে পারবেন।

স্বেচ্ছাসেবক দলের সদস্যের মোবাইল নাম্বার দেওয়া আছে। জরুরী রোগী পরিবহনের জন্য নিয়োজিত ব্যক্তিদের মোবাইল নাম্বারও রয়েছে লিফলেটে। চিকিৎসকদের সাথে কথা বলার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। একই সাথে সাধারণ শারীরিক সমস্যা নিয়ে সরকারি ও স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি নিয়ে জটিলতার ক্ষেত্রেও স্বেচ্ছাসেবীরা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সেবার ব্যবস্থা করে দিচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads