• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট ও রক্তক্ষরণে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  

সংগৃহীত ছবি

সারা দেশ

সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট ও রক্তক্ষরণে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জ্বর, শ্বাসকষ্ট ও রক্তক্ষরণে হাসান আলী নামে ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এরইমধ্যে ওই শিক্ষার্থীর বাড়ি ও আশপাশের এলাকায় লোকজনের যাতায়াত সীমিত করে দিয়েছে প্রশাসন। এছাড়া ওই শিক্ষার্থী করোনা আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত।

স্থানীয়রা জানায়, প্রায় এক সপ্তাহ আগে রাতে ধানের জমিতে পানি দেয়ার সময় হাসান আলী ভয় পায়।  পরে সে জ্বরে আক্রান্ত হলে তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়-ফুক করা হয়। বৃহস্পতিবার রাতে তার জ্বর ও স্বাসকষ্ট বেড়ে যাওয়ার পাশাপাশি নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads