• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
মাগুরায় করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

মাগুরায় করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩রা এপ্রিল) ভোরে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন মাগুরার সিভিল সার্জন। তবে তিনি গুরুতর হার্টের রোগী ছিলেন বলে জানান সিভিল সার্জন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে বুকে ব্যাথা, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কলমধরী গ্রামের ওই রোগী। এসময় তাকে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। পরে, শুক্রবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

তার মরদেহ মাগুরায় আসলে তার সোয়াপ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।

মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম জানান, মৃতদেহ এলাকায় আসলে সচেতনতার সঙ্গে দাফন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ও রোগীর সংস্পর্শে আসা লোকজনকে নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষায় করোনা পজিটিভ আসলে পুরো এলাকা লকডাউনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads