• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কুমিল্লায় প্রতিষ্ঠিত হচ্ছে 'বায়োসেফটি লেভেল থ্রি' পর্যায়ের ল্যাব

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

চলতি মাসে কুমিল্লা মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। এ জন্য এই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে বায়োসেফটি লেভেল থ্রি পর্যায়ের একটি ল্যবরেটরি স্থাপন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়া গেছে।

দ্রুততম সময়ের মধ্যে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে কুমিল্লায় পিসিআর মেশিন স্থাপন করবে বলে জানা গেছে। এই ল্যবরেটরি পরিচালনার জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের কয়েক জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ল্যবরেটরি স্থাপন ও কর্মী প্রশিক্ষণের পর এ মাসের শেষ দিকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু করা যাবে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মজিবুর রহমান।

তিনি আরো জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য আইসিইউ'র প্রয়োজন। যা এ হাসপাতালে নেই। হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য একটি এবিজি মেশিন সংগ্রহ করতে হবে। এ ব্যপারে স্বাস্থ্য অধিদপ্তরে লেখা হয়েছে। অল্পদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিচালক ডা. মজিবুর রহমান আরো বলেন, এই ল্যাবরেটরি ও আইসিইউ স্থাপিত হলে কুমিল্লার ৬০ লাখ লোক ও আশপাশের আরো ৫ জেলার মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads