• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সোনাগাজীতে দরিদ্র পরিবারের মাঝে শাক সবজি বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনাগাজীতে দরিদ্র পরিবারের মাঝে শাক সবজি বিতরণ

  • সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনপুর গ্রামের তিনশ দরিদ্র পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করেছেন সোনাপুর ক্রিড়া ও সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্যরা।

এতে অর্থায়ন করেন সংগঠনের সদস্যবৃন্দ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন।

আজ রোববার সকালে আজিজুল হক হিরন ও সোনাপুর ক্রিড়া ও সমাজ কল্যাণ সংঘের সদস্যরা গ্রামে হেটে হেটে দরিদ্র পরিবারগুলোর মাঝে শাক সবজি বিতরণ করেন।

এ বিষয়ে হিরন জানান, উপজেলার তিনটি স্থানে প্রায় ৩০০ পরিবারকে শাক সবজি তরিতরকারীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সহায়তা করা হয়েছে। নিম্ন মধ্যবিত্ত সহ সকল শ্রেনী পেশার মানুষজন এ সহায়তা পেয়েছেন এবং সহায়তা অব্যহত থাকবে বলেও জানান তিনি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা মেনে যারা বাড়িঘরে অবস্থান করছেন তারা যেন দুর্ভোগে না পড়ে তার জন্য তাদের এমন উদ্যোগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads