• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
তুরাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তুরাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

তুরাগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে হাবিব মার্কেট সংলগ্ন  একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মানব বন্ধন করেছে।

আজ রোববার কেছুফিয়া লিমিটেড নামে কারখানাটির প্রায় এক হাজার ৪০০ শ্রমিক কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

সকালে শ্রমিকরা কারখানায় যোগদানের সময় শ্রমিকদের গার্মেন্টস কৃর্তপক্ষ তাদের ভিতরে ঢুকতে নিষেধ করে। শ্রমিকরা এ ঘোষণা শুনে গার্মেন্টস এর সামনে অবস্থান ও বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারীদের মধ্য একজন জানান, গত দুই মাসের বকেয়া বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা অযুহাত করছে। কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ বেতন পরিশোধ করার কথা। কিন্তু বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাক কর্মী জানান আমরা যাতে আন্দোলন করতে না পারি তার জন্য সকালে গার্মেন্টস কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানার পুলিশ ডেকে আনে।

এ বিষয়ে কারখানাটির জিএম সেলিম এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন বিষয়ে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads