• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় বহিরাগত ৪০ শ্রমিককে নিয়ে আতঙ্ক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলাপাড়ায় বহিরাগত ৪০ শ্রমিককে নিয়ে আতঙ্ক

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের শঙ্কায় নাটোর থেকে আগত প্রায় ৪০ শ্রমিককে আটকে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মধুপাড়ার লোকজন।

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দক্ষিণ পাশের নদী পাড়ে এসব শ্রমিকরা সোমবার ভোররাত থেকে অবস্থান করছেন। গতকাল রোববার মধ্যরাতের পরে এসব শ্রমিক একটি ট্রাকযোগে এখানে এসে পৌছেছে। এদের মাধ্যমে মরণ ভাইরাস করোনা সংক্রমিত হওয়ার শঙ্কায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এদেরকে লালুয়া ইউনিয়নের নিশান বাড়িয়ায় কনস্ট্রাকশন কাজের জন্য এনেছেন বলে জানান সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিপন হোসেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন জানান, এই মূহুর্তে গোটা এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে রাতের আঁধারে বহিরাগত লোকজন আসার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে নদী পারাপারের মধুপাড়া পয়েন্টের খেয়াটি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকরা নিশানবাড়িয়া-মধুপাড়ায় নদীরপাড়ে অবস্থান করছেন। এনিয়ে সেখানে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে ঘটনাস্থলে ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার অবস্থান করছেন। খবর পেয়ে সোমবার কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওইসব শ্রমিকদের কলাপাড়া ত্যাগের নির্দেশ দেয়ায় মানুষ শান্ত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বহিরাগত এসব শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এই মূহুর্তে বাইরের জেলা থেকে আসা যে কোন মানুষ এখানকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য সরকারের দেয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবাইকে সচেষ্ট থাকারও পরামর্শ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads