• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সারা ফেলেছে ‘মানবতার ঘর’

নওগাঁর মহাদেবপুরে ‘মানবতার ঘর’ থেকে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষেরা নিজহাতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন

ছবি : ‍বাংলাদেশের খবর

সারা দেশ

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

সারা ফেলেছে ‘মানবতার ঘর’

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ও বন্ধু’ বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে। তেমনি নওগাঁ জেলায় প্রথম প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণার্থে ‘মানবতার ঘর’ নামক একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে এনায়েতপুর ইউনিয়ন পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর উদ্যোগে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞার নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অসহায় মানুষের কল্যাণার্থে ‘মানবতার ঘর’ নামক একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার মধ্যে ৩জন স্কুল শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী ও ত্রাণসামগ্রী প্যাকেজিং এবং বণ্টনের জন্য রয়েছে ৫জন সেচ্ছাসেবক দল।

‘মানবতার ঘর’ নামক একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন কমিটির সভাপতি ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা জানান, গত শনিবার হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান স্যার আমাকে তার অফিসে ডেকে নিয়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের কষ্টের কথা জানান। এই কঠিন বিপদে তাদের পাশে আমরা দাঁড়াই বলে, ‘মানবতার ঘর’ নামক একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগের ধারণা দেন। ওইখান থেকে ইউনিয়ন পরিষদ এসে ইউপি সদস্যসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গদের আমি ডেকে নেই। আমিসহ উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন মানবতার ঘর বিষয়ে বিস্তারিত ধারণা দিলে প্রথম দিনেই ব্যাপক সারা পেয়েছি।

কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ হারুন অর রশিদ জানান, ইউপি সদস্যসহ ৩০জন দানশীল গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে নগদ ৩৮ হাজার ৫শত টাকা, ৭শত ৫০ কেজি চাল, ২শত ৫০ কেজি ডাল মানবতার ঘরে দান করেছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রশিদ প্রদান, হালনাগাদ রেজিস্টার যা বিতরণের পর বাহিরে সবার উদ্দেশ্যে ঝুলিয়ে দেয়া হচ্ছে।

গত রোববার বিকালে (৫ এপ্রিল) ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের তালিকা অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭২জন কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় নারী ও পুরুষ সামাজিক দুরত্ব বজায় রেখে মানবতার ঘর থেকে ৫ কেজি চাল, ১.৫ কেজি আলু ও ৪শত গ্রাম ডালসহ ব্যাগটি নিজহাতে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণার্থে ‘মানবতার ঘর’ নামক এ ব্যাতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহত থাকলে এ উপজেলার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন জানান, ব্যাতিক্রমধর্মী মহতী উদ্যোগ মানবতার ঘরের ধারণাপত্র এই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদসহ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads