• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় তাবলিগ ফেরত চার শিক্ষার্থীসহ ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

বাঁশের ব্যারিকেড দিয়ে বহিরাগত ঠেকানোর চেষ্টা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কলাপাড়ায় তাবলিগ ফেরত চার শিক্ষার্থীসহ ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ ও ডেমরা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার রাতের আঁধারে আসা তাবলিগ জামাত থেকে ফেরা চার শিক্ষার্থীসহ ২৫ জনকে পৃথক হোম কোয়ারেন্টাইনে নিয়েছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে ১০ জনকে নাচনাপাড়া পীরসাহেব বাড়ির মসজিদে, এসএসসি পরীক্ষার্থী দেওয়া চার শিক্ষার্থীকে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ও ১১ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে বাকি ১৭ জনের কোনো সন্ধান পাচ্ছে না প্রশাসন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মহিপুরে চারজনকে পৃথক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানার শ্রমিক ও তাবলিগ থেকে ফেরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ২৫ জনকে পৃথক স্থানে হোম কোয়ারেন্টাইনে  রাখার কথা স্বীকার করে জানান, বাকি ১৭ জনকে খুঁজে বের করে হােম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

এছাড়া করোনা আতংকের কারনে কলাপাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় যান চলাচল বন্ধ করতে সড়কে বেরিগেট দিয়ে আটকে দিয়েছে স্থানীয় যুবকরা। তারা পালাক্রমে বহিরাগতরা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এজন্য পাহারা বসিয়েছে। উপজেলার অন্তত ১৫ টি স্পটে এ বেরিগেট দেয়া হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ উদ্যোগ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads