• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে ২১ নমুনার ১১ টিতে মিলেনি করোনা

প্রতীকী ছবি

সারা দেশ

শ্রীপুরে ২১ নমুনার ১১ টিতে মিলেনি করোনা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২০

গত ক’দিনে পর্যায়ক্রমে হাসপাতালে স্বর্দি কাশি জ্বর নিয়ে ২১ রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরি মধ্যে ১১ জনের রিপোর্ট হাতে এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফতেহ আকরাম নিশ্চিত করেছেন। তিনি জানান ১১ জনের নমুনা (স্যাম্পল) রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো শ্রীপুরে কোনো করোনা রোগী সনাক্ত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন। এ দিকে লকডাউন ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ থেকে শ্রীপুরে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে  সাধারণের মাঝে বাড়ছে উদ্বেগ উৎণ্ঠা।

জনমনে ভয় শঙ্কা আর  সংক্রমণের ঝুঁকি বাড়ছে এ অঞ্চলের মানুষের মাঝে। ঝুঁকি এড়াতে শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জ ফেরত ১২ জনকে সনাক্ত করা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষা হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফাতেহ্ আকরাম জানান, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত নারায়ণগঞ্জ ফেরত আসা ১২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকেই আত্মীয়স্বজনের বাড়িতে এসে উঠেছেন। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত ওই ১২ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি বলেন, হটস্পট হিসেবে নারায়ণগঞ্জ জেলা লকডাউন চলছে। প্রতিদিন জেলাটি থেকে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে সেখান থেকে লোকজন শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রান্তে এসে ছড়িয়ে পড়লে সংক্রমণের ঝুঁকি বাড়বে। এটা সবার জন্যই উদ্বেগ উৎকন্ঠার। ভয়ে আছে সাধারণ মানুষজন। তবে তিনি বলেন ভয় না পেয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সংক্রমণ রোধে সোচ্ছার হতে হবে সবাইকে। অপ্রয়োজনে ঘর থেকে বাহির হওয়া যাবে না। প্রয়োজন হলে অবশ্যই নিজের নিরাপত্তা ও বাসায় ফিরে পরিবারের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তা করতে হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads