• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চাটমোহরে ২২ জনের নমুনা সংগ্রহ, রিপোর্ট পাওয়া ৮ জন করোনা নেগেটিভ

ফাইল ছবি

সারা দেশ

চাটমোহরে ২২ জনের নমুনা সংগ্রহ, রিপোর্ট পাওয়া ৮ জন করোনা নেগেটিভ

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

রাজধানী ঢাকাসহ দেশের কর্মজীবি মানুষ অবৈধ পন্থায় কর্মস্থল থেকে ফিরছেন পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে। গত তিন দিনে শতাধিক মানুষ উপজেলায় প্রবেশ করলেও তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

থানা পুলিশ, ম্যাজিস্ট্রেট তাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা দিলেও অনেকে তা না মানায় মানুষের দিন কাটছে শঙ্কায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শুয়াইবুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য চাটমোহরে ২২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আটজনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের কেউই করোনায় আক্রান্ত নন। আগের ১৯৯ জনসহ নতুন ২৮ জন মোট ২২৭ জন কোয়ারেন্টাইনে থাকলেও ইতিমধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১১৫ জন। এরপরও তাদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads