• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সখীপুরে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ‘অফিস কোয়ারে‌ন্টি‌নে'

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ‘অফিস কোয়ারে‌ন্টি‌নে'

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তার একজন বৃহস্পতিবার ও অন্যজন গতকাল শুক্রবার রাজধানী ঢাকা থেকে ফিরেছেন। ঢাকা থে‌কে আসায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই দুই কর্মকর্তাকে তাদের নিজ নিজ কার্যালয়ে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন।

গতকাল শুক্রবার থেকে ওই দুই কর্মকর্তা ‘অফিস কোয়ারেন্টিনে’ রয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, একজন মিরপুর আরেকজন উত্তরা থেকে এসেছেন, এজন্য ওই দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর -এ পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশের সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করলেও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ স্টেশনে থাকার নির্দেশ দি‌য়ে‌ছে। ফ‌লে ওই দুই কর্মকর্তা সখীপুরে তাঁ‌দের কর্মস্থ‌লে ফিরে আসেন। কিন্তু অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাস সংক্রমণের ভয়ে ওই দুই কর্মকর্তার সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করেন। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই দুজনকে নিজ নিজ কার্যালয়ের পৃথক কক্ষে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads