• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা ভাইরাস মোকাবেলা

লকডাউন ঘোষণা সিলেটে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না।

সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভুত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads