• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে করোনার লক্ষণ নিয়ে দিনমজুরের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

শ্রীপুরে করোনার লক্ষণ নিয়ে দিনমজুরের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা সংগ্রহ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুরে এক দিনমজুর করোনা ভাইরাস (কোভিট-১৯) লক্ষন নিয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে জ্বর কাশি ঠান্ডা নিয়ে ওই দিনমুজর (৪৫) মারা যান।

আজ শনিবার রাতে পৌর শহরের সবুজবাগ এলাকায় শ্বাসকষ্ট নিয়ে (৬৫) এক নারী ও রাজাবাড়ি এলাকায় (৭০) এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই তার স্ত্রী, ছেলে ও তার বোনের শরীর থেকে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করে ঢাকায় রোগতত্ব (আইইডিসিআর) গবেষনণা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষন দাস। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

শ্রীপুর মডেল থানার এসআই রাজীব কুমার সাহা জানান, নারায়নঞ্জের গাউসিয়া এলাকা থেকে দুই নারী পোশাক শ্রমিক মাওনা সলিং মোড় এলাকায় চলে আসে তাদের মায়ের কাছে। তার মা এখানে ভাড়ায় থেকে কাজ করে। পোশাক কারখানা বন্ধ থাকায় তারা তাদের মায়ের কাছে চলে আসে। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মী গিয়ে তাদের হোমকোলারেন্টইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির মালিককে এ ব্যাপারে দায়িত্বশীল হতে বলা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফতেহ আকরাম জানান, ওই দিনমজুর বেশ কদিন ধরেই জ্বর কাশিতে ভোগছিলেন। তবে করোনা ভয়ে সে চিকিৎসার জন্য কোনো হাসপাতালে যাননি। পরে রাতে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ সময় তার সংস্পশে আসা তার ছেলে, স্ত্রী ও তার বোনের নমুনাও সংগ্রহ করে রোগতত্ব গবেষনা কেন্দ্রে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তিনি আরো বলেন বয়স্ক এক নারী ও বয়স্ক এক পুরুষ মারা গেছে এ দিনেই। তবে তাদের দুইজনের মধ্যে কিডনিজনিত সমস্যা ছিল। অনেক দেরিতে আমাদের কাছে খবর আসায় তাদের স্যাম্পল ( নমুনা) সংগ্রহ করা যায়নি। তিনি আরো বলেন গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের করোনা কোভিট-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানান, মৃত ব্যক্তিসহ তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। রির্পোট আসার আগ পর্যন্ত ওই পরিবারকে হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। নমুনা রির্পোট আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads