• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জে গতকাল রোববার (১২ এপ্রিল) করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।

আজ সোমবার পর্যন্ত নতুন ৭ জন সহ ঢাকার কেরানীগঞ্জে এ নিয়ে ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে এক জন মারা গেছে। প্রশাসন সাতটি এলাকা পুরোপুরি লকডাউন করে রেখেছে।

দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার বাসিন্দা সুলতান মিয়া (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মিটফোর্ড হাসপাতালে রবিবার বিকাল পৌনে ছয়টায় মারা যান। কর্তব্যরত চিকিৎসকের ধারণা ছিল মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

সুলতান মিয়ার স্বজনরা জানান, তিনি গত সাতদিন ধরে শাসকষ্ঠ ও জ্বরে ভুগছিলেন। বাড়িতে রবিবার তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে বিকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির মাত্র ২০ মিনিট পরই সুলতান মিয়া মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহের নমুনা সংগ্রহ করে সন্ধ্যা সাড়ে সাতটায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠালে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পায় চিকিৎসকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads