• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
করোনায় মৃতের রক্ত সংগ্রহ করা কর্মীসহ কুমিল্লার নতুন ৯ জন আক্রান্ত

প্রতীকী ছবি

সারা দেশ

করোনায় মৃতের রক্ত সংগ্রহ করা কর্মীসহ কুমিল্লার নতুন ৯জন আক্রান্ত

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২০

করোনায় মৃত ব্যক্তির রক্ত সংগ্রহ করা প্যাথলজি কর্মীসহ কুমিল্লার নতুন ৯ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গরবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুইজন। এছাড়া বুড়িচং উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা ও চান্দিনা উপজেলায় একজন করে রোগী রয়েছেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় সাতজন এই ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, দেবিদ্বার উপজেলায় করোনায় মৃত জীবন সাহা পাশের চান্দিনা বাজারের দত্ত ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করিয়েছিলেন। তার রক্ত ড্র করা ১৮ বছরের মেয়ে প্যাথলজি স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লায় এখন পর্যন্ত ১৭৬ জনের করোনা উপসর্গের নমুনা পাঠানো হয়েছে। ১৪৬টি টেস্ট রিপোর্ট হাতে পেয়েছে সিভিল সার্জন কার্যালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads