• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
সখীপুরে বিমান বা‌হিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে বিমান বা‌হিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুরে ক‌রোনাভাইরা‌সের প্রভা‌বে সৃষ্ট সংকট মোকা‌বেলায় বাংলা‌দেশ বিমান বা‌হিনী পাহাড়কাঞ্চনপুর ঘা‌ঁটির উ‌দ্যো‌গে ত্রাণ সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ বুধবার সকাল ১০টায় পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির শাহীন স্কুল অ্যান্ড ক‌লেজ মা‌ঠে ২৭০ জন অসহায় গরীব-দুঃখীর হা‌তে ত্রাণ সামগ্রী তু‌লে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্র‌তিজ‌নের জ‌ন্যে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, লেবু ও একটি ক‌রে সাবান।

এ সময় বাংলা‌দেশ বিমান বা‌হিনী পাহাড়কাঞ্চনপুর ঘা‌ঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবির ভূঁইয়া, গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ (অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা), উইং কমান্ডার মোমেন (অধিনায়ক পরিচালন শাখা), উইং কমান্ডার গোলাম হোসেন (অধিনায়ক প্রশাসনিক শাখা) এবং স্কোয়াড্রন লিডার দেলোয়ার হোছাইন (অধিনায়ক- প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট) প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

সামাজিক দূরত্ব বজায় রে‌খে এবং সুশৃঙ্খলভা‌বে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে ব‌লে বিমান বা‌হিনীর পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads