• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ভূঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪, নতুন আক্রান্ত ১

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভূঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪, নতুন আক্রান্ত ১

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত  হয়েছে। এর মধ্যে ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের একজন। এ নিয়ে  ভূঞাপুরে মোট ৪ জন করোনায় আক্রান্ত হলেন। এদিকে ভূঞাপুরের জিগাতলা গ্রামে এর আগে দুইজন এবং সাফলকুড়া গ্রামের একজন আক্রান্ত হওয়ায় ওই  গ্রাম দুইটি এমনিতেই লকডাউন হয়ে আছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ভূঞাপুরের আক্রান্ত আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করতেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার ৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ভূঞাপুরের জিগাতলা গ্রামের একজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। ভূঞাপুরের আক্রান্ত ব্যক্তি আগের আক্রান্তদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ভূঞাপুরে তিনজনের করোনাভাইরাস পজিটিভ আসে এবং গেল মঙ্গবার আরো একজনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এই নিয়ে ভূঞাপুরে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।  আগের তিনজনকে আমরা চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ও আরেকজনকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads