• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
নওগাঁয় ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৭০ বস্তা চাল জব্দ

সংগৃহীত ছবি

সারা দেশ

নওগাঁয় ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৭০ বস্তা চাল জব্দ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

নওগাঁ সদরে একজন উপজেলা ডিলারের বাড়ি ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে খাদ্য সহায়তা কর্মসূচির ১৭০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার বর্ষাইল ইউনিয়নের খোলাবাজারে পণ্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) ডিলার আবু সাঈদ। তিনি বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহার ভাতিজা।

আবু সাঈদ তার নিজ বাড়িতে এবং শ্যালক আব্দুর রউফের বাড়িতে ওএমসের চাল মজুত করে রেখেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের সহযোগিতায় গতকাল রাত ১০টার দিকে উপজেলার ঝাড়গ্রামে অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সাঈদের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ওএমএসের ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়।

এছাড়া, উপজেলার মল্লিকপুর গ্রামে তার শ্যালক ও বর্ষাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের বাড়িতে অভিযান চালিয়ে ওএমএসর আরও ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়। ডিলার আবু সাঈদ ও তাঁর শ্যালক আব্দুর রউফ পলাতক থাকায় তাঁদের আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads