• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে করোনায় আক্রান্ত আরো ৫, মৃত্যু ১

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে করোনায় আক্রান্ত আরো ৫, মৃত্যু ১

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

সিভিল সার্জনের দেওয়া আজকের তথ্যে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে একই বাসায় একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই বাড়ীটি স্থানীয় প্রশাসন লকডাউন করে দিয়েছে।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ল্যাব টেকনিশিয়ান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার রিপোর্টও পজেটিভ এসেছে। অর্থাৎ তিনিও করোনায় আক্রান্ত।

এর আগে, গত ১১ এপ্রিল বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ফয়সাল নামে যুবকের মৃত্যু হয়। পরে রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকরা ওই রাতেই তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। ওই যুবক ২৬ মার্চ করোনা উপসর্গ নিয়ে কামরাঙ্গা শ্বশুর বাড়ীতে আসেন।

সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যে জেলায় আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে ৫জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads