• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
চৌদ্দগ্রামে শ্রমিকের করোনা শনাক্ত,  ৬ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে শ্রমিকের করোনা শনাক্ত, ৬ বাড়ি লকডাউন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে আমিরুল ইসলাম (২৭) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে।  এ ঘটনার পর তার থাকার বাসা পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের আলী আকবরের মালিকানাধীন পুরো কলোনীসহ ছয় বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

আমিরুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পূর্ব শিবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

জানা গেছে, জ্বর-সর্দি-কাশি নিয়ে শনিবার আমিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহভাজন করোনা রোগী হিসেবে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। বুধবার সন্ধ্যায় রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। তাৎক্ষণিক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে একটি কক্ষে পৃথকভাবে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়। বৃহস্পতিবার তার সাথে থাকা আরও ছয়জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে মেডিকেল টিম। 

এ ব্যাপারে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, ‘শনিবার নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুল ইসলামের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের সার্বিক সহযোগিতায় তাকে একটি কক্ষে পৃথকভাবে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, ‘আমিরুল ইসলাম যে কলোনীতে থাকতো, ওই কলোনীসহ আশ-পাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর পরিবারের খাবার দায়িত্ব উপজেলা প্রশাসন গ্রহণ করেছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads