• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
 এবার লকডাউনে পুরো মাদারীপুর জেলা

সংগৃহীত ছবি

সারা দেশ

এবার লকডাউনে পুরো মাদারীপুর জেলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

মাদারীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এ ঘোষণা দেন। আজ রাত ১০টা থেকে মাদারীপুরে লকডাউন শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এদিকে মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় তিনজন এবং রাজৈর উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে তিন বছরের এক শিশু রয়েছে।

এর আগে বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিবচর উপজেলা গত ১৯ মার্চ এবং ১২ এপ্রিল কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে মোট ২৩ জন আক্রান্তের খবর জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads