• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মৃদু ভূকম্পন অনুভূত

প্রতীকী ছবি

সারা দেশ

মৃদু ভূকম্পন অনুভূত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

দেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুরের পর ভূকম্পন অনুভূত হয়েছে। বিকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানায়, মিয়ামার ও মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে এই ভূকম্পনের উৎপত্তি স্থল। যার উৎস ছিল ভূঅভ্যন্তরের ১০ কিলোমিটার ভেতরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এদিকে ভূমিকম্পের সময়ে কর্মব্যস্ত মানুষ তেমন অনুভব না করলেও বহুতল ভবনের ওপরে থাকা লোকেরা বেশ দুলুনি অনুভব করেছেন। ঢাকার বাইরেও এর কমবেশি কম্পন অনুভব করে মানুষ।

ভূমিকম্পের খবর জানিয়ে প্রতিনিধিরা বলেন, এ সময় ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি কেঁপে উঠে। পুকুরের পানিতে দুলুনি সৃষ্টি হয়। কোথাও কোথাও সাময়িক সময়ের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads