• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বরিশালে করোনা ইউনিটে কলাপাড়ার গৃহবধূর মৃত্যু, ২ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

সারা দেশ

বরিশালে করোনা ইউনিটে কলাপাড়ার গৃহবধূর মৃত্যু, ২ বাড়ি লকডাউন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া এক নারী (৪০) আজ ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টার দিকে মৃতের পরিবারসহ দুটি বাড়ির ১১ সদস্যকে  লকডাউন করে দিয়েছে প্রশাসন।

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত বুধবার সে হাসপাতালে ভর্তি হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত গৃহবধূ করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত না। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুযায়ী সম্পন্ন হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads