• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
চান্দিনায় ফল বাজারে আগুন; ক্ষতি ৩০ লাখ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চান্দিনায় ফল বাজারে আগুন; ক্ষতি ৩০ লাখ

  • চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ফল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন চান্দিনা ফল বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় ১৮টি ফল দোকানের পাশাপাশি ৩টি কনফেকশনারি দোকান ও ১টি খাবার হোটেল ভষ্মিভূত হয়। এতে ব্যবসায়ীদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগীতায় চান্দিনা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের দমকল কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সবকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বৈদ্যুতিক কোন স্পার্ক থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারানা করছেন দমকল কর্মীরা।

সরেজমিনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে অনেকেই খেজুরসহ বিভিন্ন রকম ফলের নতুন চালান এনেছিলেন। তাদের সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকান্ডে ফাইজা স্টোর, সিহাব স্টোর, জলিল ফল ভান্ডার, সুমন এন্ড বাবুল ফল ভান্ডার, মুসলিম স্টোর, সবুজ ফল ভান্ডার, করিম ফল ভান্ডার, দেলোয়ার ফল দোকান, খলিল ফল দোকান, জলিল ফল দোকান, হাফিজ স্টোর, সওদাগর স্টোর, জুনাইদ স্টোর, মিজান ফল দোকান, মনির ফল দোকান, জহিরুল হক ফল দোকান, বাচ্চু মিয়া ফল দোকান, চন্দন চা স্টল, হারেছ আহম্মেদ ফল দোকান, মামার বাড়ি হোটেল, সুনিল রবি দাস ও লাখানা রবি দাসের জুতার দোকান পুড়ে যায়।

এ ব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিক উদ্দিন মুন্সী জানান, খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাই। আগুন ছড়িয়ে পরার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে টিন শেড ফলের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন- করোনা পরিস্থিতির কারণে বিকাল ৪টার দিকেই দোকানগুলো বন্ধ করে ফেলেছিলেন দোকানিরা। এখানে এলোমেলো ভাবে অনেক বৈদ্যুতিক তার ছিল। আমরা ধারণা করছি তারের স্পার্ক থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম ও চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads