• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
 করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জের আইসোলেশনে রোগীর ভর্তি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জের আইসোলেশনে রোগীর ভর্তি

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে এক রোগী ভর্তি হয়েছে। শুক্রবার রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে কচুয়া উপজেলার ও রোগীটি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার নির্দেশ প্রদান করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব চিশতী জানান, কচুয়া উপজেলার করোনা উপসর্গ নিয়ে আসা রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার তার নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্যাহ মুঠোফোনে জানান, চাঁদপুরে ৩ জন রোগী আইসোলেশনে আছে। এর মধ্যে চাঁদপুরে সদরে একজন, ফরিদগঞ্জে একজন ও হাজীগঞ্জে একজন।

এ কর্মকর্তা আরো জানান, চাঁদপুরে ১১জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে একই পরিবারে স্বামী, স্ত্রী ও তাদের কন্যা সন্তান করোনায় আক্রান্ত। এ ছাড়াও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ল্যাব টেকনেশিয়ানও করোনায় আক্রান্ত হয়েছে।

চাঁদপুরে করোনায় মারা গেছে একজন এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads