• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়ীতে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

টঙ্গীবাড়ীতে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে শনিবার আরো ২ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ উপজেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। নতুন আক্রান্ত সবাই পুরুষ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জে মৃত আব্দুল হামিদ নামে এক বৃদ্ধকে (৬৫) টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের ঝিনাইসার কবর স্থানে দাফন করার সময় এলাকাবাসী বাধা দেয়। পরে মৃতের শরীর থেকে করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন উপজেলা প্রশাসন। পরে রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পরে তার পরিবারকে লকডাউন করে রাখে উপজেলা প্রশাসন। এবং পরিবারের সকলের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। অবশেষে শনিবার সকালে মৃত ব্যক্তির নাতী (২৪) ও ভাইয়ের ছেলে (৪৫) এর দু জনই করোনায় আক্রান্ত বলে রিপোর্ট আসে। আক্রান্ত দুইজনই ভাল আছেন। তারা এখন লকডাউনে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads