• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ সদস্য করোনা আক্রান্ত

ফাইল ছবি

সারা দেশ

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ সদস্য করোনা আক্রান্ত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে ফার্মাসিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে কালিয়াকৈরে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হল।

জানা যায়, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হয়।  এর মধ্যে ১৫জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

সর্বশেষ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৮ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হলে   ফার্মাসস্টিসহ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।

করোনা আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট অজিত কুমার শিকদার, সুইপার রঞ্জন বাঁশফোর, আনসার সদস্য জহিরুল ইসলামের স্ত্রী ও মসজিদের ইমাম মাওলানা হাফিজ উদ্দিনের শিশু পুত্র হাবিবুল্লাহ অনু (৫)।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৮ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হলে ফার্মাসস্টিসহ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। রোববার হাসপাতালে কর্মরত বাকী চিকিৎসক ও ্স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সামান্য কারণে হাসপাতালে না আসার অনুরোধ জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads