• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে এক আক্রান্ত স্বাস্থ্যকর্মীর আশপাশের ১০টি বাড়ি লকডাউনে

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে এক আক্রান্ত স্বাস্থ্যকর্মীর আশপাশের ১০টি বাড়ি লকডাউনে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুরে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ১০ বাড়িকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

পাশাপাশি ওই স্বাস্থ্যকর্মীর পরিবারের তিনজনসহ সরাসরি সংস্পর্শে আসা ১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর গ্রামে গিয়ে লকডাউন ঘোষণা করেন। ওই সময় উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল নমুনা সংগ্রহ করেন। এসব নমুনা মঙ্গলবার সকালে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads