• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চুয়াডাঙ্গায় নারীর মৃত্যু, ৫টি বাড়ি লকডাউন

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা উপসর্গ

চুয়াডাঙ্গায় নারীর মৃত্যু, ৫টি বাড়ি লকডাউন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে করোনার উপসর্গ (জ্বর, ঠান্ডা ও কাশি) নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামে এ নারী মারা গেছে। তিনি ওই উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এ খবরে আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তবে, ওই নারীর করোনায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।’

স্থানীয়রা জানায়, সাবিনা খাতুন চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখান থেকে ফিরে এসে কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা, কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ের রাতেই মারা যান সাবিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads