• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
করোনায় টঙ্গীবাড়ীতে আটকা পড়েছেন আলু উত্তোলনকারী ২০ শ্রমিক

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনায় টঙ্গীবাড়ীতে আটকা পড়েছেন আলু উত্তোলনকারী ২০ শ্রমিক

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২০

আলু উত্তোলন করতে এসে করোনায় লকডাউনের মুখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আটকা পড়েছেন রংপুরের ২০ নারী-পুরুষ শ্রমিক। পুলিশের কাছে আবেদন করেও বাড়ি ফিরতে পারছেন না রংপুরের পীরগাছা উপজেলার নবু হাড়িয়া ঘাট গ্রামের ওই শ্রমিকেরা।

আলু উত্তোলন মৌসুমে জেলার টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকায় বাসা ভাড়া দিয়ে বসবাস করছিলেন এ শ্রমিকরা।

টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, শ্রমিকদের সাক্ষরিত একটি আবেদন পত্র পেয়েছেন তিনি। এরা আলু উত্তোলন করতে এখানে এসেছিলেন। এখন নিজ বাড়ি এলাকার জমির ধান পেকেছে। তাই ধান উত্তোলন করতে নিজ গ্রামের বাড়িতে ফিরতে চান। করোনায় যানবাহন চলাচল বন্ধ ও বিভিন্ন এলাকা লকডাউন থাকায় নিজ নিজ গ্রামের বাড়ি ফিরে যেতে লিখিত আবেদন করেছেন ওই সব শ্রমিক।

কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়া তিনি ওই শ্রমিকদের কোথাও যাওয়ার কথা বলতে পারছেন না বলে জানান।

রংপুরের পীরগাছা উপজেলার নবু হাড়িয়া ঘাট গ্রামের শ্রমিক আকবর আলী, নুর নবী, আম্বিয়া ও স্বপ্না জানান, আলু উত্তোলনের মৌসুমে ২০ জন শ্রমিকের একটি দল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামে আসেন। দিনমজুর হিসেবে এ গ্রামের বিস্ত্মীর্ণ জমির আলু উত্তোলন করেন তারা। আলু উত্তোলন শেষে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। আবার একই সময় তাদের গ্রামের বাড়ি এলাকার জমির ধান পেকেছে। বর্তমানে তারা বেকার অবস্থায় আছেন। তাই পাকা ধান কাটতে নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যেতে চান তারা। কিন্তু পুলিশের কাছে লিখিত ভাবে আবেদন করেও অনুমতি পওয়া যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads