• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
প্রবাসীর ফোন পেয়ে শিশুর জন্য দুধ কেনার টাকা ও খাদ্য সহায়তা পাঠালেন সাংসদ

চাঁদপুরের হাজীগঞ্জে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে প্রবাসির পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী রোটা. এস এম মানিক

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

প্রবাসীর ফোন পেয়ে শিশুর জন্য দুধ কেনার টাকা ও খাদ্য সহায়তা পাঠালেন সাংসদ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর ফোন পেয়ে শিশুর জন্য দুধ কেনার টাকা ও খাদ্য সহায়তা পাঠিয়েছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তরম এমপি।

সোমবার দুপরে মেজর অব. রফিকুলা ইসলাম বীরউত্তম এমপির পক্ষে রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস এম মানিক কালচোঁ উত্তর ইউনিয়নের সাকসিপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিপনের বাড়ীতে তার স্ত্রী ফরিদার হাতে সাংসদের পক্ষে চাল, তেল, সাবান, লবণ, মরিচ, হলুদ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বাচ্চার দুধ কেনার জন্য নগদ টাকা প্রদান করেন।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মুঠোফোনে জানান, সৌদি আরব থেকে রিপন নামে এক ব্যক্তি ফোন করে তার অসহায়ত্বের কথা জানান। প্রায় একমাসের বেশী সময় ধরে তারা লকডাউনে আছে। বাড়ীতে টাকা পাঠাতে পারছেনা। বাড়ীতে স্ত্রী সন্তানরা কষ্টে আছে। তার কথা শুনেই আমি রামপুরের ব্যবসায়ী মানিকের মাধ্যমে তাদের পরিবারের জন্য অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করছি।

তিনি জানান, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে এমন হাজার হাজার লোককে আমিসহ আমার নেতা-কর্মীরা খাদ্য সহায়তা প্রদান করছে। এ বিপদের মূহুর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য।

উল্লেখ্য, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে নয় হাজর পরিবারকে ৭ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবন, একটি সাবান, হলুদ, মরিচ, ব্লিসিন পাউডারসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ক্যাপশানঃ চাঁদপুরের হাজীগঞ্জে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে প্রবাসির পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী রোটা. এস এম মানিক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads