• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
'কর্মহীন কাউকে না খেয়ে থাকতে হবে না'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'কর্মহীন কাউকে না খেয়ে থাকতে হবে না'

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২০

কর্মহীন মানুষকে না খেয়ে থাকতে হবে না বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাজি মো. ওহেদুজ্জামামান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কাইয়ূম ভান্ডাড়ী।

আজ বুধবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইকুরিয়া বাজার ৮ নং ওয়ার্ডে নিজেদের উদ্যোগে ৩০০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তারা।

এসময় ইউপি সদস্য হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এর আহবানে সারা দিয়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা অব্যাহত রেখেছি।

সরকারী ত্রান ছাড়াও ইতোপূর্বে আমার নিজের উদ্যোগে দু'বার চাল, আলু, তেল, আটা, পেইজ খাদ্য সামগ্রী দিয়েছি। এবারও ১৬০০ জন কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি।

তিনি আরো বলেন, মধ্যবিত্ত যাদের লিষ্টে বা তালিকায় নাম দিতে নিজেরা অসংগতি মনে করেছেন তাদেরকে আমার সাথে গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করতে বলেছি। আমি তাদের খাবারের ব্যবস্থা করবো।

আওয়ামী লীগ নেতা কাইয়ূম ভান্ডাড়ী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এলাকায় দুস্থ, কর্মহীন, ভ্যান চালক, রিস্কা চালক, গার্মেন্টস, বিভিন্ন ধরনের কর্মজীবি স্থায়ী, অস্থায়ী বসবাসরত মানুষের ভোটার আইডি সংগ্রহের মাধ্যমে ত্রান বিতরণ অব্যাহত আছে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads