• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে 'খেলার ছলে' গলায় ওড়না পেচিয়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে 'খেলার ছলে' গলায় ওড়না পেচিয়ে শিশুর মৃত্যু

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে গলায় ওড়না পেচিয়ে নুসাইফা ইসলাম নুহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নানা আবু তাহের মজুমদারের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত নুহা একই ইউনিয়নের দেড়কোটা গ্রামের নুরুল ইসলামের দত্তক নেয়া কণ্যা। শনিবার ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, বিয়ের পর থেকে নুরুল ইসলাম ও শিল্পী দম্পত্তি সংসারে সন্তান হয় না। চিকিৎসার জন্য তারা ভারতে গিয়ে লকডাউনে আটকে রয়েছে। এ সময় দত্তক নেয়া মেয়ে নুসাইফা ইসলাম নুহা নানার বাড়িতেই অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যায় খেলার ছলে গলায় ওড়না পেচিয়ে নুহা গুরুতর আহত হয়। পরে ঘরে থাকা লোকজন নুহাকে উদ্ধার শেষে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ সুরতাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।

থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা বলেন, ‘তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads