• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
সখীপুরে খাদ্য সহায়তা দিলেন ছাত্রলী‌গের সেই সা‌বেক সভাপ‌তি আরিফ সরকার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে খাদ্য সহায়তা দিলেন ছাত্রলী‌গের সেই সা‌বেক সভাপ‌তি আরিফ সরকার

  • প্রকাশিত ০২ মে ২০২০

টাঙ্গাই‌লের সখীপুরে কর্মহীন ও নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিলেন উপ‌জেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি আরিফ সরকার। এর আ‌গে, গত ১৩ এ‌প্রিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ ও‌ঠে ওই নেতার বিরু‌দ্ধে। প‌রে ভ্রাম্যমাণ আদালত তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।

সেই নেতার খাদ্য সহায়তার খবরে উপ‌জেলা জু‌ড়ে আ‌লোচনা-সমা‌লোচনার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

জানা যায়, আজ শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের কর্মহীন ও নিম্ন আয়ের ২০০ জন দরিদ্রকে খাদ্য সহায়তা দি‌য়ে‌ছেন উপ‌জেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি আ‌রিফ সরকার। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি করে হাত ধোয়ার সাবান।

দ‌রিদ্র‌দের জন্য সরকা‌রের বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের পর সেই দ‌রিদ্র‌দেরই খাদ্য সহায়তার বিষ‌য়ে প্রশ্ন করা হ‌লে মু‌ঠো‌ফো‌নে আরিফ সরকার ব‌লেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়েছি। প্রকৃতপ‌ক্ষে চাল চু‌রির অপরা‌ধে আমার জ‌রিমানা ও লাই‌সেন্স বা‌তিল করা হয়‌নি। তারপরও এক‌টি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দি‌য়ে তা চুরি বলে প্রচার করেছে। ত‌বে এ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মুহুর্তে দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নি‌র্দে‌শেই আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এর বেশি আর কিছু বলার নেই।'

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads