• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ত্রাণ নিয়ে সংঘর্ষ, টিভির ক্যামেরাপার্সনদের মারধর

সংগৃহীত ছবি

সারা দেশ

ত্রাণ নিয়ে সংঘর্ষ, টিভির ক্যামেরাপার্সনদের মারধর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ মে ২০২০

জামালপুরে ত্রাণের স্লিপের তালিকা তৈরী নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় টিভি ও ইন্ডিপেনন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সনসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

গতকাল শনিবার (২রা মে) সন্ধ্যায়, জামালপুর শহরের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এই দুই সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রাণের স্লিপকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সদস্য ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন এবং ৮নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেতুর মধ্যে বিরোধ তৈরী হয়। বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

দু’পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। সংর্ঘষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছেন।

এসময় দায়িত্ব পালন কালে সময় টিভির ক্যামেরাপার্সন আবুল কালাম আজাদ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন আল-আমিনকে মারধর করে তাদের ক্যামেরা ভাংচুর করে হেলাল কাউন্সিলরের ছেলে অন্তরের নেতৃত্বে থাকা লোকজন। গুরুতর আহত হওয়ার পরও দুইজন ক্যামেরাপার্সনই প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে আসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads