• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ মে ২০২০

গাজীপুরের শ্রীপুরের  বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে কর্মবিরতি পালন করেছে।  বিক্ষুব্ধ  শ্রমিকরা আজ   পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকার  এম এস সি অ্যাপারেলস কারখানায় বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন। বেতনের দাবিতে সন্ধ্যা পর্যন্ত এ বিক্ষোভ চলে।  শ্রমিকরা জানিয়েছেন, গত তিন মাস ধরে বেতন বকেয়া।

পরে কারখানার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জনায়, গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া পড়েছে।  ফেব্রুয়ারি ও মার্চের বেতন এপ্রিলের ১৫ তারিখ দেওয়ার কথা ছিল। কিন্তু তখন বেতন না দিয়ে এ মাসের ৩ তারিখ বেতন পরিশোধ করা হবে বলে কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।  কিন্তু বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি দিয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, তাদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধে গড়িমসি করছে কারখানা কর্তৃপক্ষ।  শ্রমিকরা অর্থ সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

এ বিষয়ে কারখানার পক্ষ থেকে গণমাধ্যমে  কোনো কথা বলেনি। একাধিক বার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া  যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, মালিকপক্ষ ও  শ্রমিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।  মালিক পক্ষ আগামী  ১২ ও ১৩ মে'র  মধ্যে ক্রমান্বয়ে সকল বেতন পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।  পরে এ বিষয়ে শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads