• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
চাঁদপুরে ৪ পুলিশ সদস্যসহ আরো ১২ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে ৪ পুলিশ সদস্যসহ আরো ১২ জনের করোনা শনাক্ত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ মে ২০২০

চাঁদপুর জেলা সদর ও উপজেলা থেকে সংগৃহীত করোনা ভাইরাসের ১৫১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ এবং ১৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। পূর্বের আক্রান্ত ৩৪ এবং নতুন ১২ জনসহ করোনায় জেলার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬জন।

শনিবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ১২ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ৪ জন, মতলব উত্তর উপজেলায় ইউপি সচিবসহ ২জন, শাহরাস্তি উপজেলায় ল্যাব টেকনোলজিস্টসহ ২জন ও চাঁদপুর সদর উপজেলায় ৪ জন। উপজেলা পর্যায়ে নতুন আক্রান্তসহ চাঁদপুর সদরে ২১জন, মতলব উত্তরে ৫জন, ফরিদগঞ্জ ৬জন, হাইমচরে ২জন, হাজীগঞ্জে ৪জন, কচুয়ায় ২জন ও শাহরাস্তিতে ২জন।

শুক্রবার পর্যন্ত জেলার রিপোর্ট অপেক্ষমান ছিলো ১৫৮জন। ১৫১ জনের রিপোর্ট আসার কারণে এখন অপেক্ষমান রয়েছে ৭ জনের রিপোর্ট। এছাড়ও নিয়মিত নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।

এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ৪জন। সুস্থ হয়েছেন ১১ জন। সুস্থ হয়েও মৃত্যু বরণ করছেন ১ জন। প্রাতিষ্ঠানিক কয়োরেন্টিনে ৪ জন এবং আইসোলেশন ৩৬ জন। কোয়ারেন্টিন ও আইসোলশেন থেকে ছাড়পত্র পেয়েছে ৩ হাজার ৪৩৮জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads