• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী করোনায় আক্রান্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী করোনায় আক্রান্ত

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ মে ২০২০

কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওযামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসের টেস্টের ফলাফলে তার করোরা পজেটিভ পাওয়া যায়।

কক্সবাজারে আজ ১৪৬ জনের নমুনা পরীক্ষায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আব্দুর রহমান জানিয়েছেন, আজকে কক্সবাজারের ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যন সাঈদী সহ চকরিয়ার ৪ জন। তাদের বাড়ি পৌরসভার ফূলতলার এক যুবক, কাজিপাড়া এলাকার ১ মহিলা ও উখিয়া উপজেলা হাসপাতালের একজন কর্মচারী ও টেকনাফের একজন রয়েছেন।

আজ শনিবার পর্যন্ত কক্সবাজার জেলায় ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে ১৭ জন সুন্থ হয়ে বাড়ি ফিরেছেন। রামু উপজেলার এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ছোটো বেলা থেকে মানবসেবায় কাজে জড়িত ছিলেন। তিনি পরিবহন শ্রমিক ও জেলা ক্রীড়া সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
দেশে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করলে উপজেলার বিভিন্ন প্রান্তে তিনি জনগনের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নযন কাজ চালিয়ে গেছেন। বলতে গেলে দূযোগ মুহুতে উপজেলার জনগনের সাথে ফজলুল করিম সাঈদী জনগনের পাশে ছিলেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, করোনা আক্রান্ত জনপ্রতিনিধি তার নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য টিমের তত্বাবধানে চিকিৎসা সেবা নেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads