• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে ২০২০

 

জামালপুর সদরের নরুন্দি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে পুরাতন ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিশু। পরে সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম সিয়াম (১০)।  সে নরুন্দি বেপারীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং সে  স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

নিহত শিশুর বাবা জাহাঙ্গীর আলম জানান, দুপুরে প্রচন্ড গরমে অন্যদের সাথে সিয়ামও নদীতে গোসল করতে যায়। এ সময় গোসল করতে গিয়ে সিয়াম ডুবে যায়। সাথে থাকা অন্যরা তাকে খুজে না পেয়ে সিমায়ের বাড়িতে খবর দেয়। খবর চারদিকে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে শত শত জনতা খুজতে থাকে। খুজে না পেয়ে জামালপুর ও মুক্তাগাছা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দুপুর থেকে জামালপুর ও মুক্তাগাছা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘসময় উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যা ৬ টার দিকে গভীর পানিতে ডুবে যাওয়া শিশু সিয়ামের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads